মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা::
নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাঃ মো. আসিফ নেওয়াজ হাসপাতালের আউটডোর সময়ে বাহিরে প্রাইভেট ডায়াগনষ্টিক সেন্টারে রোগী দেখার অভিযোগে ৩ কর্ম দিবসের মধ্যে শোকজের জবাব দেয়ার জন্য চিঠি দেয়া হয়েছে আজ রবিবার (২৭ জুন) ।
হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল সোয়া একটায় আউটডোর ত্যাগ করে ডায়াগনষ্টিক সেন্টারে রোগী দেখতে চলে আসেন এবং অতিরিক্ত ভিজিট নিয়ে বিতর্ক বাজে। বিষয়টি সিভিল সার্জন অবহিত হন এবং অনলাইনে সংবাদটি প্রকাশিত হয়। সিভিল সার্জনের নির্দেশে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা আজ রবিবার (২৭ জুন) ৩ কর্মদিবসের মধ্যে ডাঃ মো. আসিফ নেওয়াজ কে কারণ দর্শানোর চিঠি দেন। ডাঃ মো. আসিফ নেওয়াজ যথা সময়ের মধ্যে সরকারি- সময়সূচি এর মধ্য কারণ দর্শানোর জবাব প্রদান করতে হবে। শোকজের প্রাপক সহ অনুলিপিধারী দেরকে আজোই চিঠি দিয়েছেন বলে একটি সূত্রে নিশ্চিত করেছেন।