মোহনগঞ্জ ( নেত্রকোণা ) সংবাদদাতা। নেত্রকোণা জেলার মোহনগঞ্জ পাইলট স্কুলের গেইট হতে নদীর পাড় হয়ে হোটেল পট্রী পর্যন্ত রাস্তাটি বেদখল হওয়ায় ছাত্র-ছাত্রীসহ সাধারন পথচারীর চলাচলে অসুবিধা হচ্ছে। আজ ( ৬ মার্চ) শনিবার সরেজমিনে রাস্তাটি ঘুরে দেখা গেছে রাস্তার উপর ঘর, গরুসহ নিত্যপ্রয়োজনীয় জিনিষ রেখে রাস্তাটি অপ্রশস্ত হয়ে পড়েছে। রাস্তার মাঝখানে ১ টি টিউওবেল রয়েছে। ফলে কোন ধরনের যানবাহন চলাচল করতে পারে না। রাস্তাটি পরিত্যাক্ত বলা চলে। উক্ত রাস্তাটি ২ টি দরপত্রে মোহনগঞ্জ পৌরসভা ২৫ লক্ষ টাকা ব্যয় করে পাকা করণ করা হয়। পাইলট সরকারি- উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় মিলে ১ হাজার ছাত্র-ছাত্রী রয়েছে। স্কুলের সম্মুখের রাস্তাটিতে সব সময় যানজট থাকে। ছাত্রছাত্রীদের চলাচলের সুবিধার্থে সাবেক রাস্তাটি দখল মুক্ত করে স্কু্লের কোমলমতি শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে জরুরী ভিত্তিতে রাস্তাটি উন্নয়ন করা প্রয়োজন।