মোহনগঞ্জ ( নেত্রকোণা) সংবাদদাতা: নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলায় মুজিববর্ষের স্বাধীনতা দিবসে উকিল মুন্সী বাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরন করা হয়।আজ ২৬ মার্চ শুক্রবার- সকাল ৮ টা হতে তেথুলিয়া ইউনিয়নের জৈনপুর উকিলমুন্সী বাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরন সহ ভ্রাম্যমাণ করোনা টিকা কার্যক্রম পরিচালিত হয়। মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সার্বিক তত্বাবধানে দিন ব্যাপী সুন্দর সুষ্ঠ ভাবে কার্যক্রম পরিচালিত হয়। হাসপাতালের সকল ডাক্তারসহ অন্যান্য স্টাফের ঐক্লান্তিক চেষ্টায় মুজিববর্ষ উপলক্ষে মহৎ কাজটি সম্পন্ন করা হয়েছে। তাছাড়া পুলিশ, সাংবাদিক,ফারিয়া, জনপ্রতিনিধি, স্বেচ্ছা সেবক নিরলস ভাবে কাজ করেছেন। সার্বিক দায়িত্বে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর মোহাম্মদ সামসুল আলম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুবীর সরকার। সাংবাদিকদের মধ্যে স্বেচ্ছায় কার্যক্রমে অংশ গ্রহণ করেন এম এস দোহা, মোঃ কামরুল ইসলাম রতন। স্যানেটারী ইন্সপেক্টর শম্ভুনাথ সরকার ও দায়িত্ব পালন করেন । করোনা টিকা নেন — ৩০০ জন লোক। মোট ১০ জন ডাক্তার ১৫০০ জন রোগী দেখে বিনা মুল্যে ঔষধ দেন। শিশু থেকে বয়স্ক লোক চিকিৎসা নেন।