মোহনগঞ্জ ( নেত্রকোণা) সংবাদদাতা।নেত্রকোণা জেলার মোহনগঞ্জ থানা পুলিশ জেলা পুলিশের ৯৯৯ নম্বরে ফ্রি কল করার জনসচেতনতা বৃদ্বি করতে আজ বিকালে পৌর সভার সম্মুখে বক্তব্য প্রদান সহ লিপলেট বিতরন করা হয়। সোমবার (১২ অক্টোবর) বিকাল ৫ টায় মোহনগঞ্জ পৌরসভার সম্মুখে নেত্রকোণা পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনসীর উদ্দোগে জনসচেতনতা বৃদ্বি সফল করতে লিপলেট বিতরন ও জনসচেতন মূলক বক্তব্য প্রদানের মাধ্যমে সমাপ্ত হয়। এতে ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন মোহনগঞ্জ থানার ইনচার্জ মোহাম্মদ আবদুল আহাদ খান, ওসি( তদন্ত) মোঃ আক্তারুজ্জামান, মোহনগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক( ক,সা,স) সাংবাদিক মোঃ কামরুল ইসলাম রতন প্রমুখ। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এগিয়ে আসুন। ৯৯৯ নম্বরে ফ্রি কল করে পুলিশকে সংবাদ দিন। ওসি আরো জানান। ময়মনসিংহ বিভাগের ডি আই জি মোঃ হারুন অর রশীদ পিপিএম (বার) হলেন ৯৯৯ জাতীয় জরুরী সেবার উদ্ভাবক।