মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা:
বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে নেত্রকোনা জেলায় ব্যাপকহারে কুকুরকে
টিকাদান (এমডিভি) কার্যক্রম ২০২১ইং মোহনগঞ্জ উপজেলা অবহিতকরণ সভা
অনুষ্ঠিত হয়। আজ ২৯ মার্চ সকাল ১১টায় মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা
কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর মোহম্মদ শামছুল
আলমের সভাপতিত্বে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সঞ্চালনায় ছিলেন স্যানেটারি ইন্সপেক্টর শম্ভুনাথ সরকার। রিসোর্স পার্সন উপজেলা ভাইস চেয়ারম্যান বাবু দিলীপ দত্ত,
আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুবীর সরকার, মেডিকেল অফিসার ডাঃ
ফাতেমা রুমা, পৌর প্যানেল মেয়র আবদুর রাজ্জাক, এমটি (ইপিআই) মোঃ
আজিজুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক শ্যামল চৌধূরী, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ
নিয়ন্ত্রণ শাখার এমডিভি প্রোগ্রাম সুপারভাইজার মোঃ শাহ আলম
ও আবুল কাসেম আজাদ প্রমুখ। তবে ৭ জন ইউপি চেয়ারম্যানের মধ্যে ১ জন ইউপি চেয়ারম্যানও উপস্থিত ছিলেন না। রিসোর্স পার্সনের উপস্থিতি সংখ্যাও ছিল কম।