মোহনগঞ্জ ( নেত্রকোণা) সংবাতদাতা: নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার ৩১ নং অফিসার ইনচার্জ এর সঙ্গে মোহনগঞ্জের কর্মরত সাংবাদিকের সংগঠন মোহনগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার (১২ জুন) রাত ৯ টায় থানার অফিসার ইনচার্জ ( ওসি) এর কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান পূর্বের কর্মস্থলের তার সাফল্য ও সাংবাদিকদেন সাথে সুসম্পর্ক থাকার বিস্তারিত বিবরণ দেন। আমি যোগদান করে শুনতে পেলাম এ মাসে মাদকের মামলা নেই। অবাক হয়ে গেলাম। মাদকসেবী, ব্যবসাহী ব্যাপারে তৎপর হতে হবে। মাদক থেকে অনেক অপরাধের জন্ম নেয়। মোহনগঞ্জে মাদক নেই – এ কথা আমি বিশ্বাস করি না। তিনি বলেন, সকল পেশার লোকজনকে সেবা দিয়ে সেবক হতে চাই।মত বিনিময় কালে মোহনগঞ্জের কর্মরত সাংবাদিকদের মধ্যে এস এম সারোয়ার খোকন ( ইত্তেফাক) এম এস দোহা ( যুগান্তর). কামরুল ইসলাম রতন ( ভোরের ডাক / জননেত্র) বীর মুক্তিযোদ্ধা এম এ গণি আকন্দ,( ভোরের কাগজ) হাফিজুর রহমান চয়ন ( কালের কন্ঠ) ইন্দ্রজিত সরকার ( আমাদের সময়) রিপন বণিক ( মানবজমিন) মোফাজ্জল হোসেন সবুজ ( ইনকিলাব) বিপ্লব কুমার মনা ( আমাদের( নতুন সময়) উপস্থিত ছিলেন।
মোহনগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান মতবিনিময় কালে বলেন, সাংবাদিকদেন সহযোগিতা নিয়ে সরকারের অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করে মোহনগঞ্জের সকলের সেবক হতে চাই। পরবর্তীতে বদলি হয়ে গেল মোহনগঞ্জের মানুষ যেন আমাকে মনে রাখে।