Saturday , 23 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মোনাজাতে নাজাত চেয়ে শেষ হলো বিশ্ব ইজতেমা
--সংগৃহীত ছবি

মোনাজাতে নাজাত চেয়ে শেষ হলো বিশ্ব ইজতেমা

অনলাইন ডেস্ক:

‘হে আল্লাহ আমাদের তোমার নির্দেশিত পথে চলার তৌফিক দাও। আমাদের ওপর রহম কর। আমাদের পরিপূর্ণ ঈমান দাও। আমাদেরর মাফ করে দাও। সবার নাজাতের ব্যবস্থা করে দেও।’

অশ্রুসিক্ত নয়নে এমন আকুতি জানিয়ে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ রবিবার শেষ হলো তাবলিগ জামাত দ্বিতীয় পর্ব।

আজ রবিবার দুপুর ১২টা ১৫ মিনিটে শুরু করে মোনাজাত শেষ হয় ১২টা ৪৫ মিনিটে শেষ হয়। আখেরি মোনাজাত পরিচালনা করেন দিল্লি নিজামুদ্দিন মারকাজের শীর্ষ মুরব্বি মাওলানা সাদ কান্ধলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভি।

প্রথম পর্বের মতো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বেও বিপুলসংখ্যক মুসল্লি অংশ নিয়েছেন। আখেরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকেই মানুষ বিভিন্ন যানবাহনে ও পায়ে হেঁটে ময়দানে এসেছিলেন। দেশ-বিদেশের কয়েক লাখ ধর্মপ্রাণ মুসল্লি গত তিন দিন ধরে ময়দানে জমায়েত হয়েছেন। এখানে এসব মুসল্লি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আল্লাহকে রাজি-খুশি করতে আমল করছেন। আখেরি মোনাজাত শেষে তারা বাড়ি ফিরে যাবেন।

এর আগে গত রবিবার (১৩ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

About Syed Enamul Huq

Leave a Reply