ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে আল-মোবারাকা নামের একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে বাসের চালকসহ ১০ জন আহত হয়েছে।
শনিবার ( ৪ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বুগইর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী আল মোবারাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস আশুগঞ্জের বুগইর বাসষ্ট্যান্ড এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে রক্ষা করতে গিয়ে আল-মোবারাকা বাসটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এসময় বাসটিতে থাকা চালকসহ কমপক্ষে ১০ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।
এ বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আল-মোবারাকা বাসটিকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। আহত যাত্রীদের উদ্ধার করে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।