Saturday , 5 April 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মেট্রো রেল উদ্বোধনে বাংলাদেশকে অভিনন্দন জানাল যুক্তরাষ্ট্র

মেট্রো রেল উদ্বোধনে বাংলাদেশকে অভিনন্দন জানাল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক:

বহুল কাঙ্ক্ষিত স্বপ্নের মেট্রো রেলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আজ বুধবার (২৮ ডিসেম্বর) ঢাকার মার্কিন দূতাবাসের এক বার্তায় অভিনন্দন জানানো হয়।

অভিনন্দন বার্তায় উল্লেখ করা হয়, ঢাকায় দেশের প্রথম মেট্রো রেল উদ্বোধন করার জন্য বাংলাদেশকে অভিনন্দন।

আমরা মরিয়ম আফিজাসহ ছয় নারী মেট্রো ট্রেন অপারেটরদের উদ্দেশ্যে বিশেষ অভিনন্দন জানাতে চাই।

এর আগে উত্তরার দিয়াবাড়ি প্রান্তে বুধবার বেলা ১১টা ৪ মিনিটে মেট্রো রেলের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। পরে সুধী সমাবেশে বক্তব্য শেষে কিছু আনুষ্ঠানিকতার পর সফরসঙ্গীদের নিয়ে মেট্রো ট্রেনে চড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

About Syed Enamul Huq

Leave a Reply