মুসলিম বিশ্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বোন হিসেবে মনে করে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলান। তিনি বাংলাদেশের সঙ্গে বিদ্যমান এই সম্পর্ককে আরো সুদৃঢ় করতে সৌদি আরব খুবই আগ্রহী বলে জানান। আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত বিচার বিভাগীয় এক বৈঠকে এ মন্তব্য করেন সৌদি রাষ্ট্রদূত। জানা যায়, বাংলাদেশ ও সৌদি আরবের বিচার বিভাগের মধ্যে সহযোগিতা বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশের পক্ষ থেকে চুক্তির বিষয়বস্তু সৌদি আরবে পাঠানো হয়। এর অগ্রগতি নিয়ে আজ আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক হয় সৌদি রাষ্ট্রদূতের। বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। এ সময় আইনমন্ত্রীকে প্রতীকী উট উপহার দেন সৌদি রাষ্ট্রদূত।
বৈঠকের বিষয়বস্তু নিয়ে ব্রিফিংকালে আইনমন্ত্রী আনিসুল হককে জিজ্ঞাসা করা হয় যে, অনেকে বলছেন, সংসদে এখন ৬৪৮ এমপি রয়েছেন। এটা নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। কারণ সাধারণত মন্ত্রীরা যখন শপথ নেন তখন আগের মন্ত্রিসভা বাতিল হয়ে যায়। কিন্তু সংসদ সদস্যরা শপথ নিলেও আগের সংসদ বাতিল হয় না।