সরাইল প্রতিনিধিঃ “মুজিব বর্ষের অঙ্গীকার,সড়ক হবে সংস্কার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ “অক্টোবর ২০২০” মাসব্যাপী কার্যক্রম শুরু হয়েছে।আজ বৃহস্পতিবার (১অক্টোবর) সাড়ে ১১ টায় উপজেলার সরাইল- অরুয়াইল সড়কের সংস্কার কাজের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়।এ সময় উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর ও উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা, উপজেলা পরিষদ মহিলা ভাইস- চেয়ারম্যান মোছাঃ রোকেয়া বেগম,উপজেলা প্রকৌশলী মোছাঃ নিলুফার ইয়াসমিন, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান মোঃ সরাফত আলী,উপজেলা সার্ভেয়ার মোঃ উসমান গণিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।উপজেলা প্রকৌশলী মোছাঃ নিলুফার ইয়াসমিন বলেন, মুজিববর্ষ উপলক্ষে অক্টোবর মাসকে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণের মাস ঘোষণা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সরাইল উপজেলার এলজিইডি আওয়তায় ৯ টি ইউনিয়নে ৯০ জন মহিলা কর্মীর মাধ্যমে বাছাইকৃত সড়কের রক্ষণাবেক্ষণের কাজ আজ থেকে শুরু হয়েছে। মাসব্যাপী এই কার্যক্রম চলবে।