Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মুক্তিযুদ্ধে মীমাংসিত সংবিধানের বিষয়ে কোনো ছাড় দেয়ার সুযোগ নাই………..কুষ্টিয়ায় ইনু

মুক্তিযুদ্ধে মীমাংসিত সংবিধানের বিষয়ে কোনো ছাড় দেয়ার সুযোগ নাই………..কুষ্টিয়ায় ইনু

কুষ্টিয়া প্রতিনিধি :

তথ্যমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, ৭১-এ যে রাজনৈতিক মোল্লারা ধর্মের নামে স্বাধীনতার বিরোধিতা করে ৩০ লাখ মানুষ হত্যা করেছে, তাদের কাছে ধর্মের ইজারা দেওয়া হয়নি। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারী ও উস্কানিদাতা রাষ্ট্রদ্রোহীদের সর্বোচ্চ শাস্তি ভোগ করতে হবে।বৃহস্পতিবার (১০ ডিসেম্বর)  দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারার পশ্চিম বাহিরচর ১২ মাইল দাখিল মাদরাসার নতুন ৪ তলা ভবন ও উপজেলায় আরো ২টি নতুন উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। তিনি বলেন, দেশের মুসলমানরা শত শত বছর ধরে জন্ম থেকে পারিবারিকভাবে ধর্মীয় শিক্ষা অর্জন করে, ধর্ম পালন করে। এ দেশের মুসলমানদের রাজাকার রাজনৈতিক মোল্লা, ধর্ম ব্যবসায়ী ও ফতোয়াবাজদের কাছ থেকে ধর্ম শিখতে হবে না। রাজনৈতিক মোল্লারা কখনো রাজাকারদের, কখনো জঙ্গিদের, কখনো পাকিস্তানের, আবার কখনো বিএনপি-জামায়াতের ভাড়াটে হিসেবে কাজ করে। হাসানুল হক ইনু বলেন, রাজনৈতিক মোল্লা বঙ্গবন্ধু-সংবিধান-মুক্তিযুদ্ধ ও দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তাদেরকে মাফ করা যায় না। বঙ্গবন্ধুর ভাস্কর্য, জাতীয় ইতিহাস-ঐতিহ্য, মুক্তিযুদ্ধে মীমাংসিত সংবিধানের বিষয়ে কোনো ছাড় দেয়ার সুযোগ নাই। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরকারী ও উস্কানিদাতা রাষ্ট্রদ্রোহীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন-ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ, কেন্দ্রীয় জাসদের সংগঠনিক সম্পাদক ও জেলা জাসদ সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এস এম আনছার আলী, মাদরাসার সুপার মাসুদ করিম প্রমুখ।

About Syed Enamul Huq

Leave a Reply