Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মুক্তাগাছা পৌরসভা নির্বাচন- আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা
--প্রেরিত ছবি

মুক্তাগাছা পৌরসভা নির্বাচন- আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: দ্বিতীয় ধাপে আগামী ১৬ জানুয়ারি আসন্ন
পৌরসভা নির্বাচনে মুক্তাগাছা পৌরসভার আওয়ামীলীগ প্রার্থী আলহাজ্ব বিল্লাল হোসেন
সরকার তার নির্বাচনী ইশতেহার পেশ করেন। রবিবার বিকেলে মুক্তাগাছা প্রেসক্লাবে ইশতেহার পেশ উপলক্ষে সংবাদ সম্মেলন করেন। ইশতেহারে মুক্তাগাছা পৌরসভার অভ্যন্তরের সকল রাস্তা প্রশস্তকরণ, ভেঙ্গে পড়া ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, শহরের গুরুত্বপূর্ন স্থানে স্বাস্থ্যসম্মত গণশৌচারগার নির্মান, পৌর করের ২৫% ভূর্তুকি, মাদক, সন্ত্রাসমুক্ত পৌর শহরগড়ে তোলা, শহরের সকল রাস্তায় এলইডি লাইটে আলোয় আলোকিত করা, সময়মত বর্জ্য শোধনসহ ২২ দফা বাস্তবায়নে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বিল্লাল হোসেন সরকার।
সাংবাদিকদের সামনে এ সব নির্বাচনী ইশতেহার পাঠ করে শুনান পৌরসভা নির্বাচন কমিটির
আহবায়ক ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট বদর উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন, মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মুক্তি, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আজিজুল হক ইদু, সিদ্দিকুজ্জামান সিদ্দিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরব আলী, নারী ভাইস চেয়ারম্যন মুর্শিদা আক্তার কাকলী, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আরিফ রব্বানী, ছাত্রলীগ নেতা রকিবউদ্দিন রকিব প্রমূখ।
এ সময় উপজেলা ও পৌর জাতীয় পার্টি আওয়ামী লীগ প্রার্থী বিল্লাল হোসেন সরকারের নৌকা প্রতীকের ওপর সমর্থন দেওয়া হয়। আনুষ্ঠানিকভাবে সমর্থন দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক এমপি জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য
সালাহউদ্দিন আহমেদ মুক্তি।

About Syed Enamul Huq

Leave a Reply