মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: মুক্তাগাছায় সত্তোরোর্ধ বৃদ্ধা মহিলার স্বামীর কাছ থেকে পাওয়া শেষ সম্বল সামান্য জমি জবর দখলের পাঁয়তারা করছে একটি মহল। এ ব্যাপারে আদালতে মামলা থাকা সত্বেও প্রতিপক্ষ সুরুজ আলীর পুত্র মানিক মিয়া গংরা প্রভাব খাঁটিয়ে জমিটুকু দখলের পাঁয়তারাসহ হুমকি ধামকি অব্যাহত রেখেছে। এ ব্যাপারে মুক্তাগাছা থানায় বৃদ্ধা খোদেজা খাতুন বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করে। বিবরণে জানা যায়, উপজেলার কুতুবপুর গ্রামের মৃত নূরুল হকের স্ত্রী খোদেজা খাতুন (৭০) তার স্বামীর ওয়ারিশ সূত্রে ৮ শতাংশ আবাদি জমি পায়। যার আরওআর দাগ নং ১৫৬, বিআরএস দাগ ৪২২,কুতুবপুর মৌজা। এদিকে তার পুত্র আবু বকর ছিদ্দিক কে প্রলোভন দেখিয়ে উক্ত মানিক মিয়া
একটি অকার্যকর দানপত্র দলিল করে। খোদেজা খাতুনের স্বামীর কাছ থেকে পাওয়া ৮ শতাংশ জমি থেকে সাড়ে ৬ শতাংশ জমি দলিল করে নেয়। যাহা খোদেজা খাতুন নিজেই জানে না বলে তিনি জানান। অবৈধ দলিলের খবর পেয়ে খোদেজা খাতুন ময়মনসিংহের মুক্তাগাছা সহকারী জজ আদালতে চিরস্থায়ী নিষেধাজ্ঞার জন্য মামলা দায়ের করেন যার নং-১০৬/২০২০ অন্যপ্রকার। বিজ্ঞ আদালত মানিক মিয়ার উপর ১৫ দিনের মধ্যে কারণ
দর্শানোর নোটিশসহ অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। সেই সাথে মূল মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে নির্দেশ দেন। ইতিমধ্যে মানিক ও তার ভাড়াটিয়া লোকজন বৃদ্ধা খোদেজা খাতুনকে অব্যাহত হুমকির মধ্যে রেখেছে। বর্তমানে খোদেজা খাতুন মানিক গংদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে। আজ বৃহস্পতিবার খোদেজা খাতুন বাদী হয়ে মুক্তাগাছা থানায় একটি অভিযোগ দায়ের করে। এ ব্যাপারে জমি জবর দখলের প্রতিকার চেয়ে খোদেজা খাতুন মানিক গংদের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা
গ্রহণের দাবী জানিয়েছেন।