মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: করোনার দ্বিতীয় ঢেউ থেকে রক্ষা পেতে
ময়মনসিংহের মুক্তাগাছায় জনসচেতনা বৃদ্ধিতে ক্যাম্পেইন ও সাধারণ মানুষের
মাঝে মাস্ক বিতরণ করা হয়ছে। রোববার দুপুরে মুক্তিযোদ্ধা-জনতার মঞ্চের ব্যানারে আসন্ন পৌর নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল
কাসেম পৌর সভার সামনে থেকে সচেতনতামূলক ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ শুরু
করেন। এসময় তিনি পথচারী ও সাধারণ লোকদেরকে ডেকে এনে মাস্ক পড়িয়ে দেন।
এই ক্যাম্পেইনে অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা মো. মফিজুল ইসলাম খোকা, বীর
মুক্তিযোদ্ধা হাজী মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধ সুবেদার আব্দুল কাদের,
মুক্তিযোদ্ধা সন্তান মোয়াজ্জেম হোসেন, আওয়ামীলীগ নেতা আবুল কালাম,
মোজাম্মেল হকসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, মুক্তিযোদ্ধা সন্তানগণ ও রাজনৈতিক,
সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন। প্রথম দিন দেড় হাজার মাস্ক বিতরণ করা হয়। এ ধরণের ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ অব্যাহত থাকবে বলেও মুক্তিযোদ্ধা-জনতার মঞ্চের পক্ষ থেকে জানানো হয়।