আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আরাকান আর্মিদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তাঁরা কী করবে, সেটা তাঁদের ব্যাপার। তাঁদের সমস্যার জন্য আমাদের এখানে যেন কোনো শঙ্কা বা উদ্বেগ না হয়, সে বিষয়ে যারা যারা সংশ্লিষ্ট তাঁদের সঙ্গে কথা বলব। চীনের সঙ্গেও আমরা আলাপ আলোচনা করছি।
আজ বুধবার দুপুরে সেতু ভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কাদের।
সেতুমন্ত্রী বলেন, আরাকান আর্মিদের সঙ্গে মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা, সেখানে বাংলাদেশের কিছু করার নেই। তবে আমরা আমাদের তরফ থেকে চীন ও ভারতের সঙ্গে কথা বলছি যেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যার কারণে বাংলাদেশ সমস্যায় না পড়ে।
এর আগে একবার উদার হয়ে রোহিঙ্গাদের প্রবেশ করতে দিয়েছি। সেগুলোই আমাদের জন্য বোঝা হয়ে গেছে। ফলে নতুন করে রোহিঙ্গা প্রবেশ করতে বর্ডার খুলে দেওয়া হবে না এবার। গত কয়েক দিনে নতুন করে যারা এসেছে, তাঁদের ফেরত পাঠানো হবে। কারণ আগের মতো বাইরের দেশ থেকে রোহিঙ্গাদের জন্য সহযোগিতাও কমে গেছে।
তিনি বলেন, তাঁরা তো বিরোধী দল, তাঁদের পেছনে কিছু তো বলতেই হবে। বললে সরকারের খারাপটাই বলতে হবে। কারণ তাঁরা এখন কোনোকিছু ভালো চোখে দেখছে না। তাঁরা হতাশার মধ্যে আছে। এই হতাশা থেকে তাঁরা এসব আবোল-তাবোল বলছে। এগুলোর কোনো বাস্তবতা নেই, এগুলো নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই।