Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে না জড়ানোর আহ্বান জাপার
--সংগৃহীত ছবি

মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে না জড়ানোর আহ্বান জাপার

অনলাইন ডেস্কঃ

মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে কোনোভাবেই না জড়াতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা এবং জাতীয় পার্টির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেছেন, ‘সরকারের কাছে আমার একটাই অনুরোধ, কোনোভাবেই আমরা যেন মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে জড়িয়ে না পড়ি। কারণ এর সঙ্গে আমাদের দেশের অখণ্ডতা জড়িত আছে।’

গতকাল সোমবার জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনাকালে বিরোধীদলীয় উপনেতা এসব কথা বলেন।

জিনিসপত্রের মূল্যবৃদ্ধি অব্যাহত থাকার বিষয়টি উল্লেখ করে বিরোধীদলীয় উপনেতা বলেন, ‘জিনিসপত্রের দাম কমানোর জন্য শুল্ক কমানো হয়েছে। কিন্তু জিনিসের দাম কমেনি।

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘মূল্যস্ফীতি এমন হয়েছে যে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে।

বর্তমান সরকার শক্তিশালী দাবি করে জাতীয় পার্টির এই নেতা বলেন, ‘সংসদে ১৩ জন ছাড়া সবাই সরকারি দলের। তাহলে কেন সরকার চাঁদাবাজি বন্ধ করতে পারবে না? রমজানের আগে দ্রব্যমূল্য নিম্নমুখী হবে বলে আশা করা গেলেও তা হচ্ছে না। প্রতিবছর অর্থ পাচার হয়। কেন, কারা, কিভাবে পাচার করছে এগুলো নিয়ে চিন্তা করতে হবে। বিষয় যতই খারাপ হোক, সংসদেই আলোচনা ও সিদ্ধান্ত নিতে হবে।’

নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী করার দাবি জানিয়ে বিরোধীদলীয় উপনেতা বলেন, ‘তাদের নিজস্ব লোকবল থাকতে হবে। ডিসিদের রিটার্নিং অফিসার করা হয়। এটা কোনো মতেই গ্রহণযোগ্য না। তাঁরা সরকারের অংশ। তাঁরা ফিট নন, এটাই বাস্তবতা। জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিয়েছিল, কারণ তারা সংবিধানে বিশ্বাস করে। জাতীয় পার্টি জানত যে নির্বাচনে হয়তো ভালো ফল করতে পারবে না, তার পরও তারা গিয়েছিল, যাতে সাংবিধানিক প্রক্রিয়া অব্যাহত থাকে।’

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘উন্নয়ন টেকসই করতে হলে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। বিচার বিভাগের ওপর আস্থা বাড়াতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা যেন ক্ষুণ্ন না হয়, তা দেখতে হবে।’

About Syed Enamul Huq

Leave a Reply