Thursday , 21 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মিরপুরে রাস্তা অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
--সংগৃহীত ছবি

মিরপুরে রাস্তা অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

অনলাইন ডেস্কঃ

বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কচুক্ষেত এলাকার ৮টি পোশাক কারখানার শ্রমিকরা। আজ সোমবার (১৪ অক্টোবর) সকাল থেকে প্রায় ১০ হাজার পোশাক শ্রমিক ক্যান্টনমেন্ট-মিরপুর ১৪ রাস্তা অবরোধ করে রাখেন। এতে মিরপুর-১৪ থেকে কচুক্ষেত পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়। সাধারণ যাত্রীদের পড়তে হয় ভোগান্তিতে।

জীবন ইসলাম নামে এক পোশাক শ্রমিক সাংবাদিকদের বলেন, গত তিন মাস ধরে আমাদের বেতন বকেয়া আছে। বেতন না পাওয়ায় পরিবার চলছে না।

এদিকে দুর্গাপূজার সরকারি ছুটি শেষ হওয়ার পর আজ সোমবার প্রথম কর্মদিবসে এই আন্দোলনের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। সড়ক অবরোধের ফলে মিরপুর-১৪ থেকে কচুক্ষেত পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply