বরগুনা প্রতিনিধি:
মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করার প্রতিবাদে বরগুনায় সংবাদ সম্মেলন করেছে প্রতিপক্ষ সদর উপজেলার রায়ভোগ গ্রামের মো. লাল মিয়া আকনের পুত্র মো: বাবুল হোসেন । সোমবার সকাল সাড়ে দশটায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে বাবুল হোসেন তার লিখিত বক্তব্যে বলেন, আমার দাদা আহম্মদ হোসেন ও আলী আকাব্বরের মৃত্যুতে আমি সহ আমার ভাই বোন এবং অন্য ওয়ারিশগণ বরগুনা ঢলুয়া ইউনিয়নের ওয়ারিশস্বত্ব সম্পত্তি ভোগ দখল করে আসছি। চলতি বছরের ৫ মার্চ মো. জাফর সাব রেজিস্ট্রি অফিস থেকে গোপনে রেজিস্ট্রি করে রাখে। আমি জানতে পেরে দেওয়ানী মামলা করি। পরে বিভিন্ন আইনজীবী কর্তৃক বিতারিত অ্যাডভোকেট ক্লার্ক রিয়াজের মাধ্যমে বানোয়াট কাগজপত্র তৈরি করে এস এম গোলাম রসুলকে দিয়ে ২৫ জুন বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। অন্যদিকে আমার চাচাতো ভাই বরগুনা শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও ঠিকাদার মো. হারুন অর রশিদকে জড়িয়ে সংবাদ সম্মেলনে যে মিথ্যা , বানোয়াট , মনগড়া বিবরণ প্রকাশ করে তা শুধু লিখনিতেই মানায়, বাস্তবে তার কোন সত্যতা নেই। এই ঘটনার সাথে মো: হারুন সাহেবের কোন সম্পৃক্ততা নেই। যেহেতু মামলা আদালতে বিচারাধীন বিচারের এখতিয়ার বিজ্ঞ আদালতের । মো. বাবুল হোসেন লিখিত বক্তব্যে আরও বলেন, জমির প্রকৃত রেকর্ডীয় মালিকের ওয়ারিশদের অপশক্তির মাধ্যমে অবৈধ উপায়ে উচ্ছেদ করার জন্য দখল বিহীন নব আগন্তুক কবলাদার অপচেষ্টা চালায়। যাহা গ্রাম্য প্রবাদে কোচে মাছ লড়ায়। আমরা এডিএম কোর্টে তাদের বিরুদ্ধে আবেদন করেছি। তা সত্বেও তারা বারবার কাজ বন্ধ রাখার কথা বললেও তারা মামলা চলমান অবস্থায় কাজ অব্যাহত রাখছেন। এস এম গোলাম রসুল ও নব আগন্তুক জাফরের সংবাদ সম্মেলনের প্রতিবাদে আজ আমার এ সংবাদ সম্মেলন আপনাদের পত্রিকায় প্রকাশের অনুরোধ করছি।