Monday , 31 March 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মিডিয়া দায় এড়াতে পারে না : মতিউর রহমান চৌধুরী
--মতিউর রহমান চৌধুরী

মিডিয়া দায় এড়াতে পারে না : মতিউর রহমান চৌধুরী

অনলাইন ডেস্কঃ

অর্থনীতিতে মিডিয়া ট্রায়ালের প্রভাব প্রসঙ্গে দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেছেন, মিডিয়া ট্রায়াল শুধু কাউকে হেয়প্রতিপন্নই করে না, অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব নানামুখী। মিডিয়া ট্রায়ালের লক্ষ্যবস্তু যদি কোনো ব্যবসায়ী হন, তবে এটা তার ব্যবসাবাণিজ্যে ধস নামিয়ে দিতে পারে। এতে দেশি-বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হয়। অর্থনীতিতে স্থবিরতা দেখা দেয়।

গতকাল একান্ত সাক্ষাৎকারে তিনি কথাগুলো বলেন।মতিউর রহমান চৌধুরী বলেন, যারা টাকা পাচার করে, ব্যাংক থেকে টাকা নিয়ে টাকা ফেরত দেয় না, যারা লুটের সঙ্গে জড়িত, তাদের বিচার অবশ্যই হতে হবে। তবে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে কারো ক্ষতি করা কাম্য নয়। আমাদের মধ্যে এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা রয়েছে।

তিনি আরো বলেন, ওয়ান-ইলেভেনের সময় আমরা মিডিয়া ট্রায়ালের পরিণতি দেখেছিলাম। দেশের ব্যবসা-বাণিজ্যে ধস নেমেছিল। অনেক মানুষ কর্মহীন হয়েছিল।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

About Syed Enamul Huq

Leave a Reply