Monday , 31 March 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

মা জননী স্বর্গখনি

মা জননী স্বর্গখনি

          ———-সৈয়দুল ইসলাম
মা জননী স্বর্গখনি
নেই তুলনা তাঁর,
দুনিয়াতে সেই অভাগা
মা বেঁচে নেই যার।
মায়ের গর্ভে জন্ম নিয়ে
দেখি ধরার মুখ,
মা জননীর আঁচল তলে
পাই ধরণীর সুখ।
কান্নাকাটি করলে মায়ে
কোলে টেনে নিতো,
আদরমাখা ভালোবাসায়
ঘুম পাড়িয়ে দিতো।
দুঃখ কষ্টে থাকলে হায়রে
কাঁদতো মায়ের প্রাণ!
চোখের মণি মা’যে ছিলো
প্রভুর সেরা দান।
মায়ের মতো আপন কেহ
এই জগতে নেই,
এসো মায়ের সুখের জন্য
প্রাণ বিলিয়ে দেই।

About Syed Enamul Huq

Leave a Reply