Saturday , 23 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মাহাথির মোহাম্মদ হাসপাতালে ভর্তি
--ফাইল ছবি

মাহাথির মোহাম্মদ হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক:

হাসপাতালে নেওয়া হয়েছে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে। স্থানীয় সময় বুধবার করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আলজাজিরা জানিয়েছে, মাহাথির মোহাম্মদের দপ্তরের এক বিবৃতিতে বিষয়টি জানানো  হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, বুধবার সকালে করোনায় আক্রান্ত হওয়ার ব্যাপারে নিশ্চিত হন মাহাথির।

চিকিৎসকদের পরামর্শ মেনে তাকে মালয়েশিয়ার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সেখানে আগামী কয়েক দিন তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হবে।

মাহাথির মোহাম্মদ দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছেন। ৯৭ বছর বয়সী মাহাথির চলতি বছরের জানুয়ারি মাসের শেষের দিকেও একবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলেন। পরে ফেব্রুয়ারির গোড়ার দিকে সেখান থেকে তাকে রিলিজ দেওয়া হয়।

টানা ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মাহাথির মোহাম্মদ। মাঝখানে বিরতির পর ২০১৮ সালে আবার প্রধানমন্ত্রী হন তিনি। তবে অভ্যন্তরীণ কোন্দলের জেরে দুই বছরেরও কম সময়ের মধ্যে তার নেতৃত্বাধীন সরকারের পতন হয়।
সূত্র: আলজাজিরা

About Syed Enamul Huq

Leave a Reply