অনলাইন ডেস্ক:
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্পর্ক থাকা ৭০০ মিলিয়ন ডলারের একটি প্রমোদতরি জব্দ করার নির্দেশ দিয়েছে ইতালি।
বিবিসি জানিয়েছে, গত বছরের সেপ্টেম্বর মাস থেকে তাস্কানির একটি বন্দরে প্রমোদতরি ‘শেহেরজাদে’ মেরামত করা হচ্ছে।
ইতালির অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, রুশ সরকারের গুরুত্বপূর্ণ উপাদানের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে ওই প্রমোদতরির মালিকের।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞার অধীনে এটি জব্দ করা হচ্ছে।
সূত্র : বিবিসি।