Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মার্কিন প্রেসিডেন্টসহ সবাই বাংলাদেশের প্রশংসা করে : তথ্যমন্ত্রী
--সংগৃহীত ছবি

মার্কিন প্রেসিডেন্টসহ সবাই বাংলাদেশের প্রশংসা করে : তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক:

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘জাতিসংঘের মহাসচিব, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টসহ সবাই বাংলাদেশের প্রশংসা করে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যে বাণী দিয়েছেন, সেখানেও তিনি বলেছেন- বাংলাদেশের অগ্রগতি উন্নয়নশীল বিশ্বের জন্য উদাহরণ। ’

শনিবার (১৪ মে) সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশ উদ্যোগে নারীর ক্ষমতায়ন’ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এ আলোচনা সভার আয়োজন করে।

মন্ত্রী আরো বলেন, ‘আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তো তার বাবার দেশ কেনিয়াতে গিয়ে বলেছিলেন, আফ্রিকার দেশগুলোর বাংলাদেশের কাছ থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। যে বিশ্বব্যাংক আমাদেরকে অর্থায়ন বন্ধ করে দিয়েছিল, সেই বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, প্রধান অর্থনীতিবিদ, ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে জার্মান রাষ্ট্রপতি, সবাই আমাদের প্রশংসা করছে। ’

হাছান মাহমুদ বলেন, ‘দেশে যদি গুজব ছড়ানোর অপরাজনীতি না থাকতো, দেশ আরও এগিয়ে যেতো। তবে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে অবশ্যই আমরা দেশকে স্বপ্নের ঠিকানায় নিয়ে যেতে পারবো। দেশের মানুষের মধ্যে পরিবর্তন এসেছে। অপপ্রচার, প্রতিবন্ধকতা, মানুষ পুড়িয়ে হত্যা এবং দেশে-বিদেশে থেকে অপপ্রচারের মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে নীরব বিপ্লব ঘটে গেছে। ’

তথ্যমন্ত্রী বলেন, ‘সিঙ্গাপুরে লিক ওয়ান এক নাগাড়ে সেই দেশের প্রধানমন্ত্রী ছিলেন। তার ছেলে এখন প্রায় দুই দশকের কাছাকাছি ধরে প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। যেই দলের নেতৃত্বে সিঙ্গাপুর স্বাধীনতা অর্জন করেছিল, সেই একইদল আজ পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায়। মালয়েশিয়ায় যে দলের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল, দীর্ঘ ৫০ বছরের বেশি সেই দল রাষ্ট্র ক্ষমতায় ছিল। মাহাথির মোহাম্মদ এক নাগাড়ে ২২ বছর প্রধানমন্ত্রী ছিলেন। যে কোনো দেশের উন্নয়নে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন রয়েছে। ’

সূত্র: কালের কন্ঠ অনলাইন

About Syed Enamul Huq

Leave a Reply