Saturday , 23 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মার্কিন পার্লামেন্টে ২১ ফেব্রুয়ারি নিয়ে প্রস্তাব

মার্কিন পার্লামেন্টে ২১ ফেব্রুয়ারি নিয়ে প্রস্তাব

অনলাইন ডেস্ক:

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধিসভায় একটি প্রস্তাব উত্থাপিত হয়েছে। গত মঙ্গলবার প্রস্তাবটি উত্থাপন করেছেন নিউ ইয়র্কের ষষ্ঠ কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের কংগ্রেসওম্যান গ্রেস মেং। আরো সাতজন কংগ্রেস সদস্য ওই প্রস্তাবের সহপৃষ্ঠপোষক হয়েছেন। প্রস্তাবটির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

তিনি তাঁর প্রস্তাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রেক্ষাপট তুলে ধরেছেন। তাঁর প্রস্তাবে সুনির্দিষ্ট দুটি আহ্বান রয়েছে। এর একটি হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের লক্ষ্য ও আদর্শের প্রতি প্রতিনিধি পরিষদ সমর্থন জানাবে। দ্বিতীয় আহ্বানটি হলো যুক্তরাষ্ট্রের জনগণকে যথাযথ অনুষ্ঠান ও কার্যক্রমসহ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে উৎসাহিত করা হবে।

About Syed Enamul Huq

Leave a Reply