২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধিসভায় একটি প্রস্তাব উত্থাপিত হয়েছে। গত মঙ্গলবার প্রস্তাবটি উত্থাপন করেছেন নিউ ইয়র্কের ষষ্ঠ কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের কংগ্রেসওম্যান গ্রেস মেং। আরো সাতজন কংগ্রেস সদস্য ওই প্রস্তাবের সহপৃষ্ঠপোষক হয়েছেন। প্রস্তাবটির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
প্রস্তাবটির শিরোনাম ‘শিক্ষার মাধ্যমে ভাষাগত ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের গুরুত্বের প্রতি মনোযোগ আকর্ষণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের লক্ষ্য ও আদর্শকে সমর্থন করা’।