Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মানুষ এখন এক গ্লাস গণতন্ত্র নয়, এক গ্লাস উন্নয়ন চায় : পরিকল্পনামন্ত্রী
--সংগৃহীত ছবি

মানুষ এখন এক গ্লাস গণতন্ত্র নয়, এক গ্লাস উন্নয়ন চায় : পরিকল্পনামন্ত্রী

অনলাইন ডেস্ক:

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, মানুষ এখন এক গ্লাস গণতন্ত্র নয়, তারা এক গ্লাস উন্নয়ন চায়। আমাদের গণতন্ত্রের চেয়ে খাবারের ওষুধ-টয়লেট বেশি জরুরি।

আজ রবিবার রাজধানীর শেরে বাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সন্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মূলত সেভ দ্যা চিলড্রেন আয়োজিত সূচনা প্রকল্পের ফলাফল প্রকাশের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সামনের দিনে আরো দারিদ্রতা কমবে। ক্ষুধা ও দারিদ্র কমিয়ে আনাই আমাদের প্রধান লক্ষ্য।এম এ মান্নান বলেন, দেশের উন্নয়নের জন্য প্রয়োজন এক টানা কাজ করা। সরকার সেই কাজটাই করছে।

তিনি আরো বলেন, দেশে দারিদ্র মানুষ আছে তা ঠিক কিন্তু এখন সেই সংখ্যা দিন দিন কমছে। এখন কেউ না খেয়ে মরে না। সরকার শহর গ্রামে খাবার পানি, উন্নত শিক্ষার ব্যবস্থা করছে। আগের তুলনায়  স্কুলে যাওয়া শিক্ষার্থী বেড়েছে।মন্ত্রী বলেন, ভালো কাজের জন্য জাতীয় ঐক্য প্রয়োজন। ক্ষমতার জন্য নয়, ভালো কাজেন জন্য কৌশলের মতভেদ থাকা উচিত নয়। আমাদের নেত্বেত্ব ভালো কাজের জন্য। আমার বিশ্বাস মানুষ এখন উন্নয়নে আগ্রহী।

About Syed Enamul Huq

Leave a Reply