জেলা প্রতিনিধিঃ নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী সুপার মার্কেটের পাশে চির বিদায় ষ্টোরে বাস করছেন সিরাজ মিয়া নামের ৭৫ বছর ঊর্ধ্ব এক বৃদ্ধ ব্যক্তি। তার সাথে কথা হলে তিনি বলেন নোয়াখালী পুরাতন শহর ভাঙ্গনের পর তিনি রংপুর জেলার মাহিগঞ্জ বাজারে চলে যান এবং সেখানে বিভিন্ন কাজ কর্ম করে মোটামুটি স্বচ্ছল হন ও বিয়েও করেন। কিন্তু অর্থলোভে স্ত্রী চলে যায় অন্যত্র। স্ত্রী চলে যাওয়ার পরে নাড়ীর টানে আবারও নোয়াখালী এলে চাটখিলের এক মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সেখানে বাদসাজে তার বয়স। তাই সেখান থেকেও পৈত্রিক নিবাস নোয়াখালী সদর উপজেলার ৬নং নোয়াখালী ইউনিয়নে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। কিন্তু কোনো আত্মীয়-স্বজনকে খোঁজাখুজি করে না পেয়ে শেষ আশ্রয়স্থল চির বিদায় ষ্টোরে মালিকের সহযোগিতায় আশ্রয় নেয়। এখানে আশ্রায়িত হলেও খেয়ে না খেয়ে চলে আসছে। (বর্তমানে চোখে কম দেখেন ও কানে শুনেন না।) আসছে শীতে নিজস্ব কোনো থাকার জায়গা না থাকায় এবং কর্মহীন হওয়ায় প্রচন্ড শীতে কষ্ট হবে। যাহা গত শীতেও হয়েছে। তাই সমাজের সর্বস্তরের মানুষের কাছে সিরাজ মিয়ার আকুতি ছোট ছোট সাহার্য্যরে মাধ্যমে তাকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেন। সাহায্য পাঠানোর নগদ একাউন্ট নং-০১৬০২৬৯০৮৮৫।