মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট ক্রীড়াঙ্গন সম্পর্কিত একটি র্যালী অনুষ্ঠিত হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে এই কর্মসূচী পালন করে মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থা। গতকাল সকালে আচমত আলী খান স্টেডিয়ামের সামনে থেকে একটি র্যালী বের করে জেলা ফুটবল এসোসিয়েশন ও জেলা ক্রীড়া সংস্থা। র্যালীটি জেলা সদরের বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে মাদারীপুর লেকপাড়ের স্বাধীনতা অঙ্গনে এসে শেষ হয়। র্যালীতে সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওবাইদুর রহমান খানসহ জেলা ক্রীড়া সংস্থার বিশিষ্ট ক্রীড়াবিদসহ অর্ধশত খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।
এসময় শাজাহান খান বলেন, বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ ক্রীড়াঙ্গনেও পিছিয়ে নেই কোন অংশে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশে আরো উন্নয়ন হবে। যুবকদের এগিয়ে আসার আহ্বান জানান উন্নয়নের জন্য। মহান বিজয় দিবস বাংলাদেশের সর্বোচ্চ অর্জন। বিএনপি জামায়াতের প্রচেষ্টাই হল নাশকতা করা। মানুষ হত্যা করা, যানবাহন জ্বালানো এগুলোই হলো তাদের রাজনীতি। মুখে তারা গণতন্ত্রের কথা বলে কিন্ত কাজ করে সন্ত্রাসীতন্ত্রের। নির্বাচন কমিশন দেশের সিদ্ধান্তে উপনীত হবে, আওয়ামী লীগ সেই সিদ্ধান্তে কাজ করবে।