Thursday , 21 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মাদারীপুরে রাজৈরে এক নারীকে অপহরণের পর হত্যার ঘটনায় ৫জনের মৃত্যুদন্ড

মাদারীপুরে রাজৈরে এক নারীকে অপহরণের পর হত্যার ঘটনায় ৫জনের মৃত্যুদন্ড

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈরে রাধা রানী বৈদ্য নামে এক নারীকে অপহরণের পর হত্যার ঘটনায় ৫জনের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত। মাদারীপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লাইলাতুল ফেরদাউস সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে এই আদেশ প্রদান করেন। এসময় সাজাপ্রাপ্ত ৪ আসামী আদালতে উপস্থিত ছিলেন। সাজা প্রাপ্ত এক আসামী মামলার পর পরই দেশত্যাগ করেন। মামলার বিবরন ও আদালত সূত্রে জানা গেছে, ২০০২ সালের ১৪ অক্টোবর মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম এলাকার গুরুপদ বৈদ্যর স্ত্রী রাধা রানী বৈদ্যকে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে অপহরণ করে। এরপরের দিন রাধা রানীর ছেলে বিষ্ণপদ বৈদ্য ৬জনকে আসামী করে রাজৈর থানায় একটি অপহরন মামলা করে। মামলার ১১দিন পরে পাখুল্লা বিল থেকে রাধা রানী বৈদ্যর মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ২০০৩ সালের ৩০ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা মোখলেসুর রহমান হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে ৬জনের নামে আদালতে চার্জশীট দাখিল করে। মামলার আসামী হলেন অশোক বৈদ্য, নরেন বৈরাগী, কালু বিশ্বাস, তরুনী বেদ্য, বিজয় বেপারী, গৌরাঙ্গ বৈদ্য। এদের মধ্যে গৌরাঙ্গ বৈদ্য মামলা চলাকালে মৃত্যুবরন করেন এবং আসামী বিজয় বেপারী পলাতক রয়েছে। দীর্ঘ ২০ বছর পরে মামলার স্বাক্ষী প্রমাণ শেষে আদালত ৫জনের মৃত্যুদন্ডের আদেশ প্রদান করে। মাদারীপুর রাষ্ট্রপক্ষের আইনজীবি সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। মামলার বাদী পক্ষ রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত রায় কার্যকর করার দাবী জানিয়েছেন। সিংক: সিদ্দিকুর রহমান সিং, পিপি, জজ কোর্ট মাদারীপুর।

About Syed Enamul Huq

Leave a Reply