Thursday , 21 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের যুবলীগ কমিটিতে ঠাঁই নেই- শেখ ফজলে নাঈম

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের যুবলীগ কমিটিতে ঠাঁই নেই- শেখ ফজলে নাঈম

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম বলেছেন, আন্দোলন সংগ্রামে আওয়ামীলীগের মতো এত শক্তিশালী কোন দল বাংলাদেশে নেই। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা তার বাবার স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে। বঙ্গবন্ধুর শেখ মজিবুর রহমানের সোনা বাংলায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের যুবলীগ কমিটিতে ঠাঁই হবে না।

যারা ধর্মের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের রাজপথেই প্রতিরোধ করবে যুবলীগ। যুবলীগের কোন কমিটিতে মাদকাসক্ত, সন্ত্রাস-চাঁদাবাজের কোনো প্রকার ঠাঁই হবে না। যারা দেশের উন্নয়নে আন্দোলন সংগ্রামে ছিলেন, দলের জন্য পরিশ্রম  ও ত্যাগ স্বীকার করেছে তাদের নিয়ে যুবলীগের কমিটি গঠন করুন। বাংলাদেশের উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, কুমিল্লার ঘটনায় যারাই জড়িত, কাউকেই ছাড় দেয়া হবে না। এই বাংলাদেশকে হিন্দু, মুসলিম সকলে মিলেমিশেই স্বাধীন করেছেন। এখানে কোনো সাম্প্রদায়িকতার ঠাঁই হবে না। সকল ধর্মের মানুষই এদেশে শান্তিপূর্ণভাবে বসবাস করবে।

শনিবার (২৩ অক্টোবর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের বর্ধিতসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা যুবলীগের সভাপতি শাহানুর ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিতসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক আলামিনুল হক আলামিন, সদস্য মজিবুর রহমান, আশিকুল ইসলাম, নাজিম উদ্দিন, এইচএম আল-আমিন আহমেদ, শিরিন শিলা।

বর্ধিতসভায় সভায় আমন্ত্রিত অতিথি হিসাবে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার।

কেন্দ্রীয় নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর মহানগর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ও সহসভাপতি মজিবুর রহমান বাবুল, যুবলীগের কেন্দ্রীয় সদস্য মো. আলী মিন্টু।

উল্লেখ্য, ১৮ বছরের যুবলীগ কমিটি, এবারই দীর্ঘ চার বছর পর জমকালো আয়োজনে মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতি-সাধারণ সম্পাদক পদপ্রার্থীরা যার যার মত করে শোডাউন নিয়ে যুবলীগের বর্ধিত সভা হয়েছিল।

About Syed Enamul Huq

Leave a Reply