লক্ষ্মীপুর প্রতিনিধি :
যারা মাদক বিক্রি ও সেবন করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন চন্দ্রগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) একে ফজলুল হক। সেই সঙ্গে যারা মাদক বিক্রেতা ও সেবনকারীদের প্রশ্রয় দেয় তাদেরও ছাড় দেয়া হবে না বলে জানান তিনি।
মঙ্গলবার বিকেলে চন্দ্রগঞ্জ থানায় তার অফিস কক্ষে এই প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। মাদক বিক্রেতাদের কড়া হুঁশিয়ারি দিয়ে ওসি একে ফজলুল হক বলেন, মাদকের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানা পুলিশ কঠোর অবস্থানে । মাদকের ব্যাপারে কোনো ছাড় নেই। এর বিরুদ্ধে জিরো টলারেন্সে কাজ করছি আমরা। কাজেই যারা মাদকের সঙ্গে জড়িত আছেন তারা সময় থাকতে ভালো হয়ে যান। এ কে ফজলুল হক বলেন, মাদকের বিরুদ্ধে কোনো আপস নেই। চন্দ্রগঞ্জ থানা পুলিশ জনগণের পাশে আছে। যে কোনো প্রয়োজনে বা যে কোনো মাদক বিক্রেতাদের তথ্য সরাসরি আমাকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে কাজ করতে স্থানীয় সাংবাদিক সহ সবার সহযোগিতা কামনা করছি। উল্লেখ্য, সম্প্রতি চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিনকে লক্ষ্মীপুর মডেল থানায় বদলী করা হয়। তার স্থলাভিষিক্ত হলেন একে ফজলুল হক।