সম্প্রতি অকাল সর্বনাশা বন্যায় ঘরবাড়ি ভেঙে যখন পরিবার পরিজন নিয়ে অনেকটা নিঃশ্ব প্যারিনগর গ্ৰামের সমীরন দাশ। ঠিক তখনই বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিউর রহিম জাদিদ সমীরনকে মাথা গোঁজার ঠাঁই করে দিতে ভুল করেননি, সাদিউর রহিম জাদিদ। উনার ব্যক্তিগত তহবিল থেকে ২লক্ষ ৫০হাজার টাকা খরচ করে সমীরনকে একটি দৃষ্টিনন্দন ভাসমান ঘর তৈরি করে উপজেলায় একটি নজির স্থাপন তৈরি করে দিয়েছেন যা এই উপজেলায় একটি বিরল দৃষ্টান্ত। অদ্য ১ আগস্ট ২০২২ ইং তারিখ দুপুরে সাদিউর রহিম জাদিদ পলাশ ইউনিয়নের প্যারিনগর গ্ৰামের সমীরন দাশকে দেওয়া ভাসমান ঘরের চাবি হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পলাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সুহেল আহমদ, উপজেলা ভুমি অফিস কর্মকর্তা (এসিল্যান্ড ) আসমা বিনতে রফিক, উপজেলা যুবলীগের সহসভাপতি আনোয়ার হোসেন খোকন প্রমুখ।
মাথা গোঁজার ঠাঁই হল সমীরন দাশের
সুনামগঞ্জ প্রতিনিধিঃ