Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মাঝারি বৃষ্টি হতে পারে আজ

মাঝারি বৃষ্টি হতে পারে আজ

অনলাইন ডেস্ক:

কয়েক দিন ধরে দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টি হচ্ছে। সে ধারাবাহিকতায় আজ শনিবারও দেশের আটটি বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিজলিসহ মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানায় অধিদপ্তরটি। এ ছাড়া ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল ও তত্সংলগ্ন এলাকার অদূরে অবস্থান করা লঘুচাপটি পশ্চিম থেকে অগ্রসর হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তত্সংলগ্ন এলাকায় অবস্থান করছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া এবং বিজলিসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে।

সূত্র: আবহাওয়া অধিদপ্তর

About Syed Enamul Huq

Leave a Reply