Thursday , 21 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মাগুরায় ১৪ দিনব্যাপি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

মাগুরায় ১৪ দিনব্যাপি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

মাগুরা প্রতিনিধি: মাগুরায় শনিবার থেকে ১৪ দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। এ ক্যাম্পেইন ৪ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ১৭ অক্টোবর পর্যন্ত।
মাগুরা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে জেলায় ১ লাখ ১২ হাজার ১২২ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ও ১২ থেকে ৫ বছর বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। একই সাথে ‘এ’ প্লাস ক্যাম্পেইন থেকে শিশুদের ৬ মাস বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ পান করানোর পরামর্শ দেয়ার পাশাপাশি ঘরে তৈরি পুষ্টি সমৃদ্ধ সুষম খাবার খাওয়ানোর বিষয়ে শিশুদের অভিভাবকদের বলা হচ্ছে।
এবার কর্মসূচি সফল করতে জেলার ১টি পৌরসভাসহ ৩৬টি ইউনিয়নের ৯৪১টি কেন্দ্রে ১১৮ জন সুপারভাইজার, ১ হাজার ৮৮২জন স্বেচ্ছাসেবক ও ২৯৪ জন মাঠ কর্মী নিয়োগ করা হয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply