Friday , 4 April 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মাওলানা জুবায়ের পাঁচ দিনের রিমান্ডে
--ফাইল ছবি

মাওলানা জুবায়ের পাঁচ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক:

২০১৩ সালে হেফাজতের সহিংসতা ও সম্প্রতি সহিংস ঘটনায় জড়িত অভিযোগে গ্রেপ্তার সংগঠনটির ঢাকা মহানগরীর সহসভাপতি মাওলানা জুবায়ের আহমেদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ শনিবার (১৭ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম আদালতে মাওলানা জুবায়েরকে হাজির করে পুলিশ। ২০১৩ সালে পল্টন থানায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল শুক্রবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর লালবাগের বাসা থেকে গ্রেপ্তার করা হয় মাওলানা জুবায়েরকে। তাঁর বিরুদ্ধে ২০১৩ সালে ও সম্প্রতি সহিংস ঘটনার অভিযোগ রয়েছে বলে পুলিশ জানায়।

About Syed Enamul Huq

Leave a Reply