কক্সবাজার জেলা প্রতিনিধি:
মহেশখালীবাসির প্রাণের দাবি মহেশখালী–ককসবাজার টানেল ,ফেরি, সেতু ও লবণ বোর্ড গঠন সহ গুরুত্বপূর্ণ বহ দাবি ২৭ জুন মহান জাতীয় সংসদে উত্থাপন করেন মহেশখালী কুতুবদিয়ার মাননীয় সংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি এবং সেই সাথে পরের দিনই মাননীয় নৌ পরিবহন প্রতিমন্ত্রী মহেশখালী -ককসবাজার সাগর পথে ফেরি সার্ভিস চালুর ঘোষণা দেয়ায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে মহেশখালী পৌরসভা ও পৌর আওয়ামী লীগ পৃথকভাবে আলোচনা সভার আয়োজন করে।
আজ ২৯ জুন ২২ ইংরেজি সকাল ১০টা মহেশখালী পৌরসভা কার্যালয়ে পৌর মেয়র আলহাজ্ব মকসুদ মিয়ার সভাপতিত্বে মহেশখালী পৌরসভার কর্মকর্তা মাওলানা এরফান হোসাইন এর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এবং কাউন্সিলর বাবু প্রণব কুমার দের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন , পৌর সচিব নুর মোহাম্মদ চৌধুরী, কাউন্সিলর খাইর হুসেন, কাউন্সিলর মনজুর আলম, কাউন্সিলর জনি মং , মহিলা কাউন্সিলর প্রীতি কনা শর্মা সহ মহেশখালী পৌর সভার অন্যান্য কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ। একই দিন দুপুর ১২ টায় মহেশখালী পৌর আওয়ামীলীগের কার্যালয়ে মহেশখালী পৌর আওয়ামীলীগের উদ্যোগে পৌর আওয়ামী লীগের আহ্বায়ক, মহেশখালী পৌর মেয়র আলহাজ্ব মকসুদ মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর এম রফিকুল ইসলামের পরিচালনায় একই বিষয়ে পৃথকভাবে আর একটি আলোচনা সভা অনুষ্টিত হয়। সাংবাদিক মৌলানা মিছবাহুদ্দীন আরজুর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক বাবু প্রণব কুমার দে ,যুগ্ন আহ্বায়ক সাবেক কাউন্সিলর মং লায়ন , সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীন, সাবেক কাউন্সিলর এবাদুল করিম বাদল , মহিলা কাউন্সিলর প্রীতি কনা শর্মা সহ পৌর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সম্পাদক বৃন্দ। উভয় সমাবেশে সভাপতির বক্তব্যে মহেশখালী পৌর আওয়ামীলীগের আহবায়ক, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য ও মহেশখালী পৌর মেয়র আলহাজ্ব মকসুদ মিয়া পদ্মা সেতুসহ বাংলাদেশ সরকারের বহ উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরার পাশাপাশি মহেশখালী-ককসবাজার সাগর পথে ফেরি সার্ভিস চালুর ঘোষণা দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বরত প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি এবং সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি কে মহেশখালী পৌরসভার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বলেন মহেশখালী-কুতুবদিয়াবাসির স্বপ্ন বাস্তবায়নে আশেক উল্লাহ রফিক কে আবারও এমপি হিসেবে প্রয়োজন।