কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালীর বড় মহেশখালী জাগিরাঘোনায় গরু ধান খাওয়া নিয়ে পিটিয়ে আহত করা মহেশখালী কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র আরাফাত চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত আরাফাত মহেশখালী উপজেলার বড়মহেশখালী ইউনিয়ন এর জাগিরা ঘোনা গ্রামের মুহাম্মদ জালাল আহমদ এর পুত্র বলে জানা গেছে। ঘটনার পর থেকে আহত আরাফাত চট্রগ্রাম ট্রিটম্যান (প্রা:) হসপিটালে চিকিৎসাধীন ছিলেন আজ ২৭ সেপ্টেম্বর ২২ ইং মৃত ঘোষণা করেন ৷ ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান ২৫ সেপ্টেম্বর দিনে চাচার ধানক্ষেত খাওয়া নিয়ে প্রতিবেশী শাহ আলম গং এর সাথে তর্ক বিতর্ক সৃষ্টি হয়,পরে শাহ আলম তথা সালাইম্মা গং পরিকল্পিতভাবে চাচাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে বলে শুনে চাচাকে উদ্ধার করতে যায় আরাফাত,এ সময় অপরাধীরা আরাফাতের উপর এলোপাথাড়ি মারপিট শুরু করিলে মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত প্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়িলে প্রথম মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর সর্বশেষ চট্টগ্রামে উন্নত চিকিৎসার নেয়া হয়েছিল। আরাফাত বাংলাদেশ ছাত্রলীগ বড়মহেশখালী ইউনিয়ন এর আওতাধীন ৭নং ওয়ার্ড এর সভাপতি বলে সাংগঠনিক সুত্রে জানা যায়। এছাড়াও তিনি মহেশখালী আইল্যান্ড হাই স্কুলের ২০১৮ সালের এসএসসি ব্যাচের ছাত্র এবং পরিবেশ মানবাধিকার বিষয়ক সংগঠন সিইএইচআরডিএফ মহেশখালী এরিয়া কাউন্সিল এর এক্টিভিটিস ছিলেন। ঘটনার সত্যতা স্বীকার করে মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী জানান গতকাল রাতেই এই ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে আসামিদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।