আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদে রমজান মাসের শেষ জুমা অনুষ্ঠিত হয়েছে। শেষ জুমার নামাজে অংশগ্রহণ করতে মুসল্লিদের ঢল দেখা যায়। দখলদার ইসরায়েলি সেনাদের বাধা-বিপত্তি উপেক্ষা করে রমজানের শেষ জুমায় ৭০ হাজারের বেশি মুসল্লি অংশগ্রহণ করেন।
আনাদোলু এজেন্সির খবরে জানা যায়, ফিলিস্তিনের ইসলামিক অ্যাফেয়ার্সের ওয়াকফ কাউন্সিল প্রধান শায়খ আজ্জাম আল খতিব বলেন, মসজিদে আকসায় আজকের জুমার নামাজে ৭০ হাজারের বেশি মুসল্লি অংশগ্রহণ করেন।
জুমার নামাজের পর মসজিদে আকসার প্রাঙ্গণে মুসল্লিরা বিশাল মিছিল করেন। এ সময় মুসল্লিদের ইসরায়েলের বিরুদ্ধে নানা স্লোগান দিতে শোনা যায়। আল আকসা প্রান্তরের নিয়োজিত ইসরায়েলে নিরাপত্তাকর্মীদের সঙ্গে কোনো ধরনের সংঘর্ষ ছাড়াই মিছিল শেষ হয়।
জুমার নামাজে অংশ নিতে গতকাল সন্ধা থেকে মুসল্লিদের আগমন শুরু হয়। অনেকে মসজিদে ইতিকাফ করেন। তবে প্রতিবারের মতো এবারও পশ্চিম তীর ও গাজা এলাকার বাসিন্দাদের জেরুজালেমের মসজিদের আকসায় আসতে বাঁধা দেয় ইসরায়েলি সেনারা।
করোনা সংক্রমণ রোধে আগত মুসল্লিদের মাস্ক পরিধান, জায়নামাজ নিয়ে আসা ও সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সতর্কতামূলক সব ধরনের স্বাস্থ্যবিধি অনুসরণের অনুরোধ করে ফিলিস্তিনের ইসলামিক অ্যাফেয়ার্সের ওয়াকফ কাউন্সিল।
সূত্র : আনাদোলু এজেন্সি