ধর্ম ডেস্ক:
সৌদি আরবের পবিত্র মসজিদুল হারামে রমজান মাসের শেষ জুমা অনুষ্ঠিত হয়েছে। করোনা মহামারি সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিরা নামাজে অংশগ্রহণ করেন। মুসল্লিদের মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রেখে নামাজ অনুষ্ঠিত হয়।
মসজিদুল হারামের সম্মানিত ইমাম ও খতিব শায়খ ড. সাউদ আল শুরাইম জুমা নামাজের ইমামতি করেন। নামাজের আগের খুতবায় তিনি রমজান মাসের শেষ ১০ দিনের আমলের প্রতি গুরুত্বারোপ করেন। মুসলিম উম্মাহর গুনাহ মাফ চেয়ে বিশ্ববাসীর করোনা মুক্তির জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
করোনা মহামারিকালে মসজিদুল হারাম ও মসজিদে নববিতে স্বাস্থ্যবিধি মেনে নামাজের ব্যবস্থা করা হয়। করোনা টিকা নেওয়া ব্যক্তিদের প্রবেশের অনুমোদন দেওয়া হয়। সবার স্বাস্থ্য সুরক্ষায় অ্যাপের সাহায্যে প্রবেশ ও প্রস্থান নিশ্চিত করা ছাড়াও সতর্কতামূলক সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়।
সূত্র : হারামাইন শরিফাইন