Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মরিচ্যা চেকপোস্টে ১৪ হাজার ইয়াবাসহ এফএইচ এনজিওর গাড়ী জব্দ, আটক-১

মরিচ্যা চেকপোস্টে ১৪ হাজার ইয়াবাসহ এফএইচ এনজিওর গাড়ী জব্দ, আটক-১

উখিয়া, কক্সবাজার, প্রতিনিধি:

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের মরিচ্যা চেকপোস্টের বিজিবি সদস্যরা ২৯ জুলাই রাতে এক অভিযানে ১৪ হাজার পিস ইয়াবার চালান ও এনজিও সংস্থা “এফএইচ” (ফুড ফর দ্যা হাংগ্রী বাংলাদেশ) এর একটি এ্যাম্বুলেন্স সহ পাচারকারিকে আটক করেছে। আটক পাচারকারি এ্যাম্বুলেন্স চালকের নাম ইমাম হোসেন (৩১)। সে রামু উপজেলার রাবেতার ধোয়াপালং গ্রামের বাসিন্দা।

রামুর ৩০ ব্যটালিয়ান(বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম ফারুক জানান, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ৫ থেকে কক্সবাজারগামী একটি এ্যাম্বুলেন্স ( চট্টগ্রাম-ছ ৭১-০৪৩৭) বিপুল পরিমাণ ইয়াবার গোপন সংবাদ ছিল।

মরিচ্যা তল্লাশি ফাঁড়ির বিজিবি কমান্ডার নায়েব সুবেদার মাহমুদুল হাসান জানিয়েছেন, ব্যাটালিয়ান অধিনায়কের নির্দেশনায় তিনি রাত ৯ টার দিকে কুতুপালং থেকে কক্সবাজারমুখী যানবাহন আটকিয়ে তল্লাশির প্রস্তুতি নেন। এসময় দেখা যায়, পেছনে থাকা একটি এ্যাম্বুলেন্স সন্দেহ হলে ড্রাইভারকে তল্লাশি করে কিছু পাওয়া যায়নি। পরে এ্যাম্বুলেন্সের রুগীর সীটের নিচে লুকিয়ে রাখা ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ্যাম্বুলেন্স চালক ইমাম হোসেনকে আটক করা হয়।

About Syed Enamul Huq

Leave a Reply