Thursday , 21 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মন্ত্রিসভার প্রথম করোনার টিকা নিলেন পলক
--ফাইল ছবি

মন্ত্রিসভার প্রথম করোনার টিকা নিলেন পলক

অনলাইন ডেস্ক:

মন্ত্রিসভার সদস্যদের মধ্যে প্রথম করোনার টিকা নিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কেন্দ্রে আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে টিকা নেন তিনি।

দেশের দ্বিতীয় কেন্দ্র বিএসএমএমইউয়ে আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় এ টিকাদান কর্মসূচি শুরু হয়। সেখানে প্রথম টিকা নেন উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। এরপর সকাল সাড়ে ১০টার দিকে একই কেন্দ্রে টিকা নেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রথম টিকা নেওয়ার কারণ ব্যাখা করে অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘করোনার টিকা নিয়ে বিভ্রান্তি রয়েছে, মানুষের মধ্যে ভীতি কাজ করছে। এ ভীতি দূর করতে স্বেচ্ছায় টিকা নিয়েছি।’

এদিকে, টিকাদান কর্মসূচি সফল করতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের বিপরীত পাশে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে সুসজ্জিত ভবনে কভিড-১৯ টিকাদান কেন্দ্রে ৪টি বুথ সাজানো হয়েছে। টিকাদানে কয়েকটি বেডও বসানো হয়েছে। টিকাদান নিবন্ধনের জন্য বেশ ভিড়ও রয়েছে।

এর আগে গতকাল বুধবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে করোনা টিকা কার্যক্রম উদ্বোধন করেন। সব মিলিয়ে প্রথম দিন ২৬ জনকে করোনার টিকা দেওয়া হয়।

About Syed Enamul Huq

Leave a Reply