Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মধ্যরাত থেকে চলছে লঞ্চসহ সব ধরনের নৌযান
--ফাইল ছবি

মধ্যরাত থেকে চলছে লঞ্চসহ সব ধরনের নৌযান

অনলাইন ডেস্ক:

দেশের নৌপথগুলোতে আবারো চলতে শুরু করেছে লঞ্চসহ সব ধরনের নৌযান।

করোনা সংক্রমণের বিস্তারের কারণে ২৩ দিন বন্ধ থাকার পর অর্ধেক যাত্রী আর বর্ধিত ভাড়া নিয়ে গতকাল বুধবার (১৪ জুলাই) মধ্যরাত থেকে নৌযান চলতে শুরু করে।

বেসরকারিভাবে বিভিন্ন রুটে ৭০টি লঞ্চ ও স্টিমার ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা আজ। এ ছাড়া বিআইডাব্লিউটিসির আওতায় চারটি স্টিমার ও ৫৩টি ফেরি চলাচল করছে।

গতকাল নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ বলেন, ‘সব নৌযানে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে। মাস্ক ছাড়া নৌবন্দর এলাকায় ও লঞ্চে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। বিভিন্ন ঘাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।’

আজ শিমুলিয়া ঘাটে নৌপরিবহন প্রতিমন্ত্রীর নতুন দুটি ফেরি উদ্বোধন করার কথা রয়েছে। 

About Syed Enamul Huq

Leave a Reply