অনলাইন ডেস্কঃবিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত আগামীকাল রবিবার। মোনাজাতে শরিক হতে দেশ-বিদেশ থেকে ময়দানে আসছেন মুসল্লিরা। এতে ইজতেমা এলাকায় মানুষের চাপ বাড়ছে। তাই আজ মধ্যরাত ১২টা থেকে ইজতেমা অঞ্চলে গণপরিবহন বন্ধ থাকবে।শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে ইজতেমা ময়দানে গাজীপুর মহানগর পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার নাজমুল করিম খান।রবিবার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা আছে।জিএমপি জানায়, শনিবার মধ্যরাত ১২টা থেকে টঙ্গী-কামারপাড়া রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস পর্যন্ত এবং আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে।
এ ছাড়া ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহনগুলোকে গাবতলী দিয়ে কোনাবাড়ী হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগড়া বাইপাস দিয়ে ৩০০ ফিট রাস্তা ব্যবহার করে চলাচল করতে বলা হয়েছে।
জানা যায়, ইজতেমা ময়দান ও চারপাশের এলাকায় মানুষের ঢল নেমেছে। মুসল্লিরা বিভিন্ন যানবাহনে করে ময়দানে আসছেন। দূরের যাত্রীদের বহনকারী পরিবহন ময়দানের চারপাশে অবস্থান করায় মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যানবাহনের ধীরগতি লক্ষ করা গেছে।
We're just verifying you are a real human and not a bot.
After a couple of seconds, our site will automatically load and the rest
of your visit will be nice and fast. We apologize for the inconvenience.
Please refresh if you see this message for longer than 5 seconds