Tuesday , 4 March 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মধ্যরাতে সড়কে গাছ ফেলে ২০ গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
--সংগৃহীত ছবি

মধ্যরাতে সড়কে গাছ ফেলে ২০ গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

অনলাইন ডেস্কঃ

পাবনার সাঁথিয়ায় মধ্যরাতে সড়কে গাছ ফেলে বাস-ট্রাকসহ ১৫-২০টি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পাবনা-সাঁথিয়া সড়কের ছেঁচানিয়া ব্রিজের পাশে ঘটে এ ঘটনা। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত দেড়টার দিকে ছেঁচানিয়া ব্রিজের পাশে সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রথমে একটি পণ্যবাহী ট্রাক আটকে রাখে ডাকাতরা।

ওই হাইয়েসে থাকা দুই প্রবাসী মো. শাহিন (৩৬) ও শরিফুল ইসলামসহ (৩৭) তাদের সঙ্গে থাকা বাকিদের কাছ থেকে বিদেশি ডলার, স্বর্ণালংকারসহ নগদ টাকা লুটে নেয়। এ সময় সড়কে যানজট তৈরি হয়।

এ সুযোগে ডাকাতদল বাকি গাড়িগুলোতে ডাকাতি চালায়। কেউ প্রতিবাদ করলে তাদের মারধর করে মোবাইল, টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।ডাকাতির কবলে পড়া আব্দুস সালাম নামের এক ইসলামিক বক্তা ফেসবুকে দেওয়া ভিডিওর বক্তব্যে বলেন, কিছুক্ষণ আগে এই সড়কে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সড়কে গাছের গুঁড়ি ফেলে গাড়িগুলোতে ডাকাতি করেছে।

হুট করে আমাদের গাড়িতে আক্রমণ করে ডাকাতদলের সদস্যরা। বারবার গাড়িতে আঘাতের পর আমরা ড্রাইভারকে গেট খুলে দিতে বললে ডাকাতরা ঢুকে ড্রাইভারের গলা ও পেটে চাকু ধরে। একইভাবে অন্যদেরও জিম্মি করে সব লুটে নিয়ে যায়।স্থানীয় ইউপি সদস্য বাবু বলেন, ঘটনা শুনেছি। এখনো বিস্তারিত জানি না।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ পাঠানো হয়। সুনির্দিষ্ট করে সংখ্যা বলতে না পারলেও কয়েকটি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

About Syed Enamul Huq

Leave a Reply