আজ বুধবার (১৯ আগষ্ট ) দুপুরে উপজেলার সাচিলাপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মোহাম্মদ মামুনুর রশিদ
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসিন কবির নির্দেশে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
দোকানে মূল্য তালিকা না থাকার দায়ে সাচিলাপুর বাজারে দুই চাল ব্যবসায়ীকে ৩৮ ধারা ও ৪২ ধারা ৪০০০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ মামুনুর রশিদ সৃজন বাংলা ৫২ টিভি কে সংবাদকে বলেন, শ্রীপুর উপজেলার সাচিলাপুর বাজারের দুই ব্যবসায়ীর দোকানে মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,৪৪ ধারা ২০২০ অনুযায়ী তাদেরকে ৪০০০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ সময় বাজারের সব ব্যবসায়ীকে সতর্ক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশ ও বাজার কমিটির সদস্যরা ও সাংবাদিক জিল্লুর রহমান সাগর সহ আরো হাফিজ প্রমুখ।
তিনি বলেন, বাজারে পর্যাপ্ত চাল মজুদ আছে। সবাইকে ন্যায্য মূল্যে ক্রয়/বিক্রয় করার অনুরোধ করেছি। অধিক চাল/পণ্য ক্রয় করে মজুদ না করতে অনুরোধ করা হয়েছে সবাইকে। সব ব্যবসায়ীকে প্রকাশ্য স্থানে সঠিক মূল্য তালিকা টাঙিয়ে রাখতে বলা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার খবর শুনে আগেই অনেক দোকানদার দোকান বন্ধ করে পালিয়েছেন বলেও জানান তিনি।