Wednesday , 30 October 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ভোগবাদী জীবন পরিহার করতে হবে : মুনীর চৌধুরী
--সংগৃহীত ছবি

ভোগবাদী জীবন পরিহার করতে হবে : মুনীর চৌধুরী

অনলাইন ডেস্ক:

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেছেন, বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ হচ্ছে ভোগবাদী ও আরাম-আয়েসি জীবন। এক একটি পরিবারে তিন-চারটি গাড়ি ব্যবহার করা হচ্ছে। দামি দামি বিলাসবহুল ফ্ল্যাট তৈরি করা হচ্ছে। এসবের চাহিদা পূরণের জন্য প্রাকৃতিক সম্পদ নিঃশেষ করে ফেলা হচ্ছে ।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের একাডেমিক ভবনে আয়োজিত “জলবায়ু রক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার” শীর্ষক এক সেমিনারে মুখ্য আলোচক হিসেবে মোহাম্মাদ মুনীর চৌধুরী এ কথা বলেন।

আগামীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের আর্থিক সহযোগিতায় ফরেস্ট্রি ক্যাম্পাসে জীববৈচিত্র্য মিউজিয়াম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে মুনীর চৌধুরী বলেন, তরুণ শিক্ষার্থী‌দের পরিবেশ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

কৃত্রিম আনন্দে গা ভাসালে জীবন ধ্বংস হয়ে যাবে, মোবাইল- ইন্টারনেট আসক্তি থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে হবে। ক্রমাগত এক ঘণ্টা মোবাইলে ডুবে থাকলে ব্রেনের নিউরনে মারাত্মক ক্ষতিকর প্রভাব সৃষ্টি হয় এবং দৃষ্টিশক্তিরও অপূরণীয় ক্ষতি হয়। 

About Syed Enamul Huq

Leave a Reply