কুষ্টিয়া প্রতিনিধি :-
ইসলামী বিশ্ববিদ্যালয় মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল চত্বরে সোমবার ৭ ডিসেম্বর সকাল ১১ ঘটিকায় ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে সাম্প্রদায়িক জঙ্গী গোষ্ঠী কর্তৃক কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও দেশব্যাপী তাদের অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বক্তব্যে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেছে তাদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। ভাস্কর্য নির্মানে যারা বাধা দিচ্ছে তাদেরকে প্রতিহত করতে হবে। বঙ্গবন্ধুর সম্মান অক্ষত অবস্থায় রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। কুষ্টিয়ায় ভাস্কর্য ভাঙায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।সমাবেশে বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুস সালাম। ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান। ফরিদপুর টাইমস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম আক্তার হোসেন জিল্লু । ভিডিও কনফারেন্সে আরো বক্তব্য দেন কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক ডা. এস এ মালেক।সমাবেশে সভাপতিত্ব করেন, ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর ড. মাহবুবুর রহমান ও সার্বিক পরিচালনা করেন সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবুল আরেফিন।এছাড়াও বক্তব্য দেন কর্মকর্তা সমিতির সহ-সভাপতি গোলাম আযম, সাধারণ কর্মচারি সমিতির সভাপতি আতিয়ার রহমান, টেকনিক্যাল সহায়ক কর্মচারি সমিতি সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন, ইবি ছাত্রলীগ নেতা শিশির ইসলাম বাবু, ফয়সাল সিদ্দিকী আরাফাত সহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তা।