Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ভাসানচরের পথে ৩৭৯ জন রোহিঙ্গা
--সংগৃহীত ছবি

ভাসানচরের পথে ৩৭৯ জন রোহিঙ্গা

অনলাইন ডেস্ক:

প্রায় আট মাস পর ফের ভাসানচরের পথে রওনা হয়েছেন আরো ৩৭৯ জন রোহিঙ্গা। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বেলা ১২টায় চট্টগ্রামের বোট ক্লাব থেকে নৌবাহিনীর জাহাজ পেঙ্গুইন তাদের নিয়ে ভাসানচরের উদ্দেশ্যে রওনা হয়েছে।

এর আগে গতকাল বুধবার (২৪ নভেম্বর) ভাসানচরে নেওয়ার উদ্দেশ্যে রোহিঙ্গাদের কক্সবাজারের উখিয়া থেকে চট্টগ্রামে আনা হয়। চট্টগ্রামের বিএফ শাহিন কলেজ মাঠের অস্থায়ী তাঁবুতে তাদের রাত্রিযাপনের ব্যবস্থা করা হয়। এরপর তাদের কড়া নিরাপত্তায় পতেঙ্গা বোট ক্লাবে নিয়ে যাওয়া হয়।

এর আগে ছয় দফায় প্রায় ১৮ হাজার ৬০০ রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়া হয়েছে। এরপর প্রায় ৮ মাস বন্ধ থাকার পর আজ থেকে আবার রোহিঙ্গাদের ভাসানচরে নিয়ে যাওয়া হচ্ছে।

স্বরাষ্ট্র এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্যানুসারে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা বর্তমানে ১১ লাখ ১৮ হাজার ৫৭৬ জন (২০২০ সালের ৫ আগস্ট পর্যন্ত হিসাব)।

About Syed Enamul Huq

Leave a Reply