Sunday , 27 April 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাত সৃষ্টি হোক আমরা চাই না : পররাষ্ট্র উপদেষ্টা
--সংগৃহীত ছবি

ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাত সৃষ্টি হোক আমরা চাই না : পররাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্কঃ

ভারত-পাকিস্তানের মধ্যে কোনো সংঘাত সৃষ্টি হোক চান না জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ‘আমরা চাই, আলাপ-আলোচনার মাধ্যমে তারা সমস্যার সমাধান করুক।’

রবিবার (২৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মো. তৌহিদ হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমাদের অবস্থান খুব স্পষ্ট। আমরা দক্ষিণ এশিয়ায় শান্তি চাই।

আমরা জানি যে ভারত-পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন সংঘাতময় সম্পর্ক চলছে। আমরা চাই না এখানে কোনো সংঘাত সৃষ্টি হোক, যা এই অঞ্চলের মানুষের জন্য বিপদের কারণ হয়।’তিনি বলেন, ‘ভারত-পাকিস্তান দুই দেশের সঙ্গেই আমাদের সম্পর্ক বিদ্যমান। আমরা চাই আলাপ-আলোচনার মাধ্যমে তারা এই সমস্যার সমাধান করুক।

আমরা দেখেছি, দু-একটা দেশ থেকে ইতোমধ্যেই মধ্যস্থতারও প্রস্তাব এসেছে। এখন আলাপ-আলোচনা হোক, মধ্যস্থতা হোক, যেভাবেই হোক এই সংকটের সমাধান হোক।’বাংলাদেশ এই সংকটের সমাধান করতে আগ্রহী কি না জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা মধ্যস্থতার প্রস্তাব পেলে ভেবে দেখব, তবে আগ বাড়িয়ে কিছু করতে আগ্রহী নই।’

About Syed Enamul Huq

Leave a Reply