আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ভারত থেকে ৬ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।
শনিবার (৮ মার্চ) চাল নিয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায় বলে খাদ্য মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এসব চাল আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সম্পাদিত চুক্তির (প্যাকেজ-২) আওতায় ভারত থেকে কেনা।
খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ইমদাদ ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে আজই খালাসের কার্যক্রম শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।